পবিত্র অাশুরা,দূর্গাপুজা,শ্রীশ্রী লক্ষী পুজপুজা ও প্রবারণা পূর্ণিমা উপলেক্ষ্য বিদ্যালয় বন্ধ

এতদ্বারা ফুলমালীর চালা ছাকেদ অলী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জানানো যাইতেছে যে, ০৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে। ১৬ অক্টোবর বিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হইবে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক।